parbattanews

রাঙামাটিতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে হাট-বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের সবচেয়ে বড় হাট বনরূপা বাজার পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজানে একটি অসাধু চক্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় দিয়ে ক্রেতাদের হয়রানি করে। অনেকে আবার ভেজাল দ্রব্য বিক্রি করে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন পুলিশকে সাথে বাজার পরিদর্শনে বের হয়ে ব্যবসায়ীদের সতর্ক করছে। যাতে তারা কোন ধরনের অসাধু কার্যক্রমে লিপ্ত না হয়।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা রমজান জুড়ে জেলার সবকটি বাজার পরিদর্শন করবো এবং অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিতিত ছিলেন।

Exit mobile version