parbattanews

রাঙামাটিতে বাড়ছে করোনা রোগী, আক্রান্ত ৩০

ফাইল ছবি

রাঙামাটিতে বেড়ে যাচ্ছে করোনা রোগী। বৃহস্পতিবার (২২জুলাই) সর্বশেষ ৩০ জন আক্রান্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট্য প্রতিষ্ঠান থেকে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২৫ জন। বাকী ৫ জনের মধ্যে ৩ জন কাউখালী উপজেলায় ও ২ জন বিলাইছড়ি উপজেলার। বৃহস্পতিবার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০ জনই পজিটিভ। এতে করে আজকের করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট দুই হাজার ২৯৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেছেন ২০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৫ জন।

রাঙামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেন, জেলায় দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মানুষকে বারবার আমরা সতর্ক করে আসছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। যারা এখনো টিকা গ্রহণ করেনি তাদের দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা নেওয়ার জন্য গুরুত্বারোপ করেন তিনি।

Exit mobile version