রাঙামাটিতে বাড়ছে করোনা, শনাক্ত ৩৭

fec-image

রাঙামাটিতে দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার (১৩জুলাই) সর্বশেষ রাঙামাটি পিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৭ জনের পজেটিভ আসে।

আক্রান্ত ৩৭ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার ১৪ জন, কাপ্তাইয়ে ১৫ জন, লংগদু উপজলোয় ৫ জন, বিলাইছড়ি উপজেলায় ১ জন, কাউখালী ১ জন এবং রাজস্থলী উপজেলায়  ১ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট মারা গেছেন ২০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, রাঙামাটিতে ১৩জুলাই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, ১৪ হাজার ১২৩ জনের। এরমধ্যে পজেটিভ এসেছে দুই হাজার ৩২ জনের এবং নেগেটিভ এসেছে ১২ হাজার ৯১ জনের। রাঙামাটিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৫ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৮৮১ জন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, আমরা রুটিন মাফিক কাজ করে যাচ্ছি। কোন ত্রুটি রাখছি না। প্রতিদিন পিসিআর ল্যাবে পরিক্ষা করা হচ্ছে। তবে সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। তাহলে করোনার প্রভাব কমে আসবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন