রাঙামাটিতে বিজিবি’র অভিযান: অস্ত্রসহ আটক ৫

fec-image

রাঙামাটির দুর্গম লংগদু এবং বরকল উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গত দু’দিন সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও পাঁচজন সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার (০৬অক্টোবর) রাতে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন এমন তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- বরকল উপজেলার কালামবাগ গ্রামের থানময় পাংখোয়ার ছেলে থানচুয়াল পাংখোয়া (১৬), সাইচল গ্রামের মৃত বান্দহিল পাংখোয়ার ছেলে অংপুইয়া পাংখোয়া (৩৮), হালাম্বা গ্রামের মৃত সাংলাল পাংখোয়ার ছেলে আদি পাংখোয়া (১৬), একই গ্রামের সুমা পাংখোয়ার ছেলে লাললম পাংখোয়া (২৫) এবং একই গ্রামের লালচুং পাংখোয়ার ছেলে এলভিট পাংখোয়া (২৫)।

সরকারি গোয়েন্দা তথ্যে জানা গেছে, বুধবার সকালে বরকল বিজিবি’র ৪৫ব্যাটালিয়ন থেকে সাতজন, লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নের ঘনমোড় সিআইও ক্যাম্প হতে ১৩ জনসহ মোট ২০ বিজিবির সদস্য লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের পোকশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজন ব্যক্তিকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য মতে একই এলাকার গোপন আস্তানাগুলোতে তল্লাসী চালিয়ে আটটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীরা চারটি অস্ত্রের লাইসেন্স আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

অপরদিকে ৫ অক্টোবর বরকল উপজেলার বড় হরিণা বিওপি হতে ১০০গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক পোস্টে বিজিবির সদস্যরা একটি নৌকা তল্লাশী করে শট গানের গুলি ২০ রাউন্ড কার্তুজ (ভারতীয় তৈরি), পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০টি , পটাসিয়াম ১ প্যাকেট, টেস্টিং সল্ট ৩ প্যাকেট, মোবাইল ৪টি, নেপালের বুট ডিএমএস ২ জোড়া জব্দ করা হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন মজুমদার বলেন, অভিযান অব্যাহত আছে। এখনো কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে এ বিষয়ে অবগত করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ, আটক, রাঙামাটিতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন