parbattanews

রাঙামাটিতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি:
বর্তমানে কাপ্তাই হ্রদসহ রাঙ্গামাটি জেলার সকল লেকে মাছ ধরা নিষিদ্ধ থাকা স্বত্তেও কিছু দুস্কৃতকারী জেলেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মাছ ধরে আসছে । বুধবার রাতে নিয়মিত টহলের সময় হাজাছড়াস্থ সদর দপ্তরের সংলগ্ন হ্রদ থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ২৭ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

ব্যাটালিয়ন অধিনায়ক এএইচএম মেহেদী হাসানের নেতৃত্বে ব্যাটালিয়নের একদল সদস্য অভিযান চালিয়ে হাজাছড়াস্থ কাপ্তাই হ্রদে অবৈধ জেলেদের চ্যালেঞ্জ করলে তারা তাদের সব কিছু ফেলে রেখে পালিয়ে যায়। এসময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পূর্ব থেকেই ব্যাটালিয়নের সদস্যরা উক্ত জেলেদের নজরদারিতে রাখছিলো এরই প্রেক্ষিতে পরে সেখান থেকে ব্যাটালিয়নের সদস্যরা জেলেদের ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে।

এসকল কারেন্ট জাল উদ্ধারের পরে ব্যাটালিয়ন অধিনায়ক রাঙ্গামাটি মৎস্য অধিদপ্তরের ডেপুটি ম্যানেজারের সাথে যোগাযোগ করলে ডেপুটি ম্যানেজার অধিনায়কসহ উদ্ধার কাজে অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাটালিয়ন অধিনায়ক এএইচএম মেহেদী হাসান জানান, রাঙ্গামাটিতে মৎস্য ধরার উপর নিশেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত তাদের এ অভিযান চলতে থাকবে।

Exit mobile version