parbattanews

রাঙামাটিতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটি বেতার কেন্দ্র এলাকার জঙ্গল থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে বেতার কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।

পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। সেখানে বেতার কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন বানরটির চিকিৎসার উদ্দেশ্যে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় বন বিভাগ।

রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুবুল আলম বলেন, লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির বানর। বিলুপ্ত প্রজাতিটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বানরটি চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ্য হলে বানরটিকে বনে অবমুক্ত করা হবে যোগ করেন বন বিভাগের এ কর্মকর্তা।

Exit mobile version