parbattanews

রাঙামাটিতে বিশ্ব পানি দিবস পালিত

news pic (4) copy

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস ২০১৭ পালন করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে এ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, সহকারী প্রকৌশলী অছিউর রহমান বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সুপেয় পানি আমাদের বড় সম্পদ। কাপ্তাই হ্রদসহ রাঙামাটির বিভিন্ন নদীর পানি দূষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আমাদের নিজেদের স্বার্থেই আমাদের প্রাকৃতিক পানির উৎস, হ্রদ, জলাধার, নদী রক্ষা করতে হবে।

এর আগে দিবসটি পালন উপলক্ষে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Exit mobile version