parbattanews

রাঙামাটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্ত অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালের এপ্রিল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়ন করে। প্রত্যেক ভোক্তা তাদের অধিকার ক্ষুন্ন হচ্ছে যদি এমন তথ্য প্রমাণ হাতে থাকে তাহলে তারা এ আইনের প্রয়োগ ঘটাতে পারে।

তারা ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখুন। অনৈতিক মুনাফা অর্জন থেকে বিরত থাকুন। খাদ্যে কোন রকম ভেজাল প্রয়োগ করবেন না। কারণ দিন শেষে আমরা সবাই ভোক্তা। এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-মামুন মিয়ার সভাপতিত্বে এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মো. শামিম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version