parbattanews

রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদ।

রোববার (১৬ডিসেম্বর) সকালে জেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, সুপার আলমগীর কবীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্টু, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যা হলা খই।

চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অর্জন করে চূড়ান্ত বিজয়। তখন বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিলো ঠিক সেভাবে এই বিজয় মাসের আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে বিজয় করতে হবে। এ বিজয় হবে আমাদের স্বাধীনতার স্বপক্ষের বিজয়।

আলোচনা শেষে জেলার ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের হাতে ২হাজার ৫শত টাকা, ৫৮জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ১হাজার এবং ২৯জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ১হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করা হয়।

Exit mobile version