parbattanews

রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় জাতির পিতার ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানাসহ প্রশাসনের ঊদ্ধর্তন কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ছেলে শেখ কামাল মুক্তিযুদ্ধ করেছেন। জাতির পিতা ক্রীড়ামোদী ছিলেন। তার ছেলেও ক্রীড়ামোদী ছিলেন। এখানেই পিতা-পুত্রের মিল রয়েছে। দেশে ফুটবল খেলাসহ খেলাধূলার জাগরণ ঘটায় শেখ কামাল। শেখ কামাল ক্রীড়ামোদীর পাশাপাশি একজন দেশপ্রেমিক, সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন।

Exit mobile version