parbattanews

রাঙামাটিতে বৈরি আবহাওয়া, ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কর্মজীবনে

লঘু চাপের প্রভাবে সারাদেশের ন্যায় রাঙামাটিতে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে একদিকে শ্রমজীবী মানুষের দৈনিন্দিন কাজে ব্যাঘাত ঘটছে অন্যদিকে সর্দি-জ্বরে ভুগছেন বয়স্ক এবং শিশুরা।

এদিকে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাঙামাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ মেঘাছন্ন রয়েছে। বৃষ্টির কারণে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা পড়ছে বিপাকে।

ভ্যান চালক রহিম মিয়া বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে ভ্যান চালাতে পারছি না। বৃষ্টিতে ভেজার কারণে এখন ঠান্ডা জ্বরে ভুগছি।

স্কুল ছাত্রী সাদিয়া আকতার বলেন, বৃষ্টির কারণে স্কুলে যেতে কষ্ট হয়। তারপরও ভেজা পোশাক পড়ে স্কুলে যাচ্ছি।

রাঙামাটি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সারাদেশের ন্যায় রাঙামাটিতে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়।

রাঙামাটি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, লঘু চাপের কারণে সারাদেশে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Exit mobile version