parbattanews

রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, বেকারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বনলতা বেকারীকে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার(২১ অক্টোবর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল জানান, জেলা প্রশাসনের আদেশক্রমে জেলা শহরে খাবারের মান বজায় রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে জেলা শহরের ভেদভেদী এলাকায় বনলতা বেকারীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেকারীর খাবারে ময়লাসহ স্বাস্থ্যসম্মত নিয়ম না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান। মানুষের জন্য সুস্বাস্থ্য খাবারের মান বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় অভিযান পরিচালনাকালে রাঙামাটি সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা আক্তার খানম, জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version