রাঙামাটিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

fec-image

রাঙামাটিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, ডেপুটি সিভিল সার্জন আরেফিন আজিজ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়োরী।

কর্মশালায় জেলার ১০ উপজেলার ইউএনও, ওসি, শিক্ষা কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ এবং সমাজের সচেতন মহলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মশালা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন