parbattanews

রাঙামাটিতে ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক দু’দিনব্যাপী এক কর্মশালা সম্পন্ন

Rangamati Workshop Pic_1
রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক দু’দিনব্যাপী এক কর্মশালা সম্পন্ন হয়েছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা টংগ্যার সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন কর্মশালাটির আয়োজন করে। রোববার শহরের কল্যাণপুরের সাস সভাকক্ষে শুরু হওয়া কর্মশালার সমাপনী সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আমজাদ হোসেন খান (অতিরিক্ত সচিব)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান। এছাড়া প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আমজাদ হোসেন খান বলেন, কমিশন দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং মানবাধিকার লংঘন রোধে কাজ করছে। এটি সংবিধিবদ্ধ রাষ্ট্রিয় একটি সংস্থা হলেও স্বাধীনভাবে কাজ করে থাকে। সরকারের কোনো গুণকীর্তি গাইতে এ কমিশন কাজ করে না। অধিকার বঞ্চিত কোনো অসহায়, নিরীহ, নির্যাতিত মানুষের অধিকার রক্ষা ও বিচারিক কাজে সহায়তা দিতে জাতীয় মানবাধিকার কমিশন নিজ উদ্যোগে সর্বাত্মক পদক্ষেপ নিয়ে থাকে। এসব কাজে সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করতে চায় কমিশন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জামান বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যেও সাংবাদিকদের সাহসিকতা ভূমিকা আইনশৃংখলা রক্ষায় যেমনি বিশেষ সহায়ক হয়ে ওঠে তেমনি সমাজে কমতে থাকে অপরাধ, অন্যায়। সেজন্য সাংবাদিকদের সব সময় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।

দু’দিনব্যাপী কর্মশালায় জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, জাতীয় মানবাধিকার কমিশন আইন, অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার এবং সাংবাদিকতার নীতিমালার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর মো. জাহিদ হোসাইন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের বিশ্লেষক খান মো. রবিউল আলম। কর্মশালায় অংশ নেন ২১ সংবাদকর্মী।

Exit mobile version