parbattanews

রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই জলোৎসব

news pic (2) copy

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে আসামবস্তি নারিকেল বাগানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এদিকে ঐতিহ্যবাহী মংঘন্টা বাজিয়ে জলোৎসব উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় মারমা সংস্কৃতি সংস্থার প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য  হাজী মো. মুছা মাতব্বর।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক মিন্টু মারমা, সদস্য মইনুচিং মারমা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দগণ সাংগ্রাই জলোৎসবে অংশগ্রহণ করেন। পরে তরুণ-তরুণীরা একে- অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সকল দুঃখ, অবসাদ দূর করে নতুন বছরে শুদ্ধ মননে জীবন শুরুর প্রত্যয় ব্যক্ত করে পার্বত্যাঞ্চলের মারমা সম্প্রদায় শেষ করলো বর্ষবরণের এ বছরের সব আয়োজন।

Exit mobile version