parbattanews

রাঙামাটিতে মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের লামায় মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত যুবকের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন, আইনজীবী সুস্মিতা চাকমা, পিপিপির কেন্দ্রীয় সহ-সভাপতি থোয়াইক্য জাই চাক, চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি ম্রানু সিং মারমা।

এ সময় পিসিপির জেলা সাধারণ সম্পাদক টিকেল চাকমার উপস্থাপনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা পিসিপির সাংগঠনিক সম্পাদক রনেল চাকমা।

এতে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ভুক্তভোগী নারী বাড়ির পাশের খালে শাক তুলতে গিয়েছিলেন। এসময় কায়সার নামে এক যুবক তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যার হুমকি দেয় কায়সার।

আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, পার্বত্য এলাকায় ধর্ষণের ঘটনার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলছে। পাহাড়ি নারীরা আজ নিজ বাড়িতেও নিরাপদ নয়। তাহলে যাবে কোথায়? অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানাই।

এর আগে গত শুক্রবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাতে কায়সার (৩৫) নামে স্থানীয় এক যুবককে আসামি করে লামা থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

লামা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনায় জড়িত যুবককে আটক করার চেষ্টা চলছে।

Exit mobile version