parbattanews

রাঙামাটিতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান আওয়তায় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ,কে,এম হারুনুর রশিদ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্যাঞ্চলে জুমের ফসল ঘরে তোলার সময় ইঁদুরের উৎপাত দেখা দেয়। এসময় ইঁদুরের কারণে অনেক ফসল নষ্ট হয়। তাছাড়া বর্ষা মৌসুমেও যখন বাঁশের মোরক (বাঁশের ফুল) পড়ে তখনো ইঁদুর বন্য হয়। পাহাড়ের উৎপাদিত বেশিরভাগ ফসল নষ্ট করে দেয় । খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধির জন্যই ইঁদুর নিধন করতে হবে।

তিনি আরও বলেন, ইঁদুর ফসল নষ্ট ও প্লেগ রোগসহ ৪০ ধরনের রোগ ছড়ায়। তাই ইঁদুর নিধনের প্রক্রিয়াগুলোর সম্পর্কে তৃণমূল পর্যায়ে কর্মশালা ও প্রশিক্ষণ করা গেলে পাহাড়ের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে তাদের ফসল। ইঁদুর নিধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি কোন সরঞ্জামের প্রয়োজন হয় তা জেলা পরিষদ হতে প্রদানের আশ্বাস দেন তিনি।

Exit mobile version