রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের দাবীতে উপজাতি সংগঠনের বিক্ষোভ

IMG_0058

প্রেস বিজ্ঞপ্তি:
শিক্ষক নিয়োগসহ পার্বত্য জেলা পরিষদের সকল দূর্নীতি বন্ধ ও রাঙামাটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিতের দাবীতে বুধবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

উ ক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখার সভাপতি অন্তিক চাকমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙামাটি জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অরুন ত্রিপুরা এবং স্মারকলিপি পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা রিন্টু চাকমা।

সমাবেশে প্রধান অতিথি জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ১৮ বছরের চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যেকোন মূহুর্তে বিষ্ফোরন হয়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে যেতে পারে। তাই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘ উপজাতি জনগণের প্রবল বিরোধীতা সত্ত্বেও সরকার জোরপূর্বক রাঙামাটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভূমি অধিগ্রহনের নামে জুম্মদের স্বভূমি থেকে উচ্ছেদের পায়তারা করছে। তাই সামগ্রিক স্বার্থে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠান স্থগিত রাখার জন্য সরকারের প্রতি আহবান জানানো হচ্ছে।’

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা বলেন, ‘চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের জনগন যে জেলা পরিষদ পেয়েছে, এ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জেলাপরিষদগুলো দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। আজ সেখানে গণতন্ত্র চলে না চলে আওয়ামী লীগ তন্ত্র। তাছাড়া বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও অনিয়মের কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান বেহাল অবস্থায় উপনীত হয়েছে। বিভিন্নক্ষেত্রে দলীয়করণ, কায়েমী স্বার্থবাদী দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে জনগণের প্রতিষ্ঠান আজ গণবিরোধী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে আগামী ৭ই অক্টোবর ২০১৫ সারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক শ্রীমতি সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি, রাঙামাটি জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী ত্রিজিনাদ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন