parbattanews

রাঙামাটিতে মৎস্য সপ্তাহ শুরু

Fish Week Picture 01

স্টাফ রিপোর্টার, রাঙামাটি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪। বুধবার সকালে রাঙামাটি জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের মৎস্য সপ্তাহের সপ্তাহ ব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন, রাঙামাটি-২৯৯নং আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার ।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুশিল সুপার আমেনা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদ, মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান মিয়া বক্তব্য রাখেন।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে রাঙামাটি শহরে একটি র‌্যালী বের করা হয়। সংসদ সদস্য ঊষাতন তালুকদার র‌্যালীর নেতৃত্ব দেন। সপ্তাহ ব্যাপী জেলা পর্যায়ের মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে গৃহিত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে মাছে ফরমালিন বিরোধী অভিযান, বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা,  মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

Exit mobile version