“জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ চালু করা হয়। ১১ মিনিটে আটারোশো শব্দের অলিখিত জাতির জনকের সেই ভাষণটি সারাবিশ্ব কাপিয়ে দিয়েছিল।”

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

fec-image

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি উত্তর ফরেস্ট বিভাগের বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আফসার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিলো। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে আবারো জাতির পিতার সেই ঐতিহাসিক ভাষণ চালু করা হয়। ১১ মিনিটে আটারোশো শব্দের অলিখিত জাতির জনকের সেই ভাষণটি সারাবিশ্ব কাপিয়ে দিয়েছিল।

বক্তারা আরও বলেন, জাতির পিতা অহিংস অসাম্প্রদায়িক আন্দোলন করেছেন। আমাদেরও তাঁর আদর্শ ধারণ করতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে পারবো।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করেছে।

এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন