parbattanews

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, বিভিন্ন স্কুল-কলেজে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পুরো জেলায় আড়ম্বর আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

Exit mobile version