parbattanews

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

RHDC Pic-15-08-16-01 copy

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে রাঙামাটির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সোমাবর সকাল প্রায় ৯টার দিকে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটির সুচনা করা হয়।

এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন চৌধূরী প্রমূখ।  পরে জেলা প্রশাসনে উদ্যোগে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে যোগ দেন অতিথিরা।

এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, এতিম খানা, মসজিদ, মন্দির, কেয়াং, হাসপাতাল, জেলা খানায় ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা জজ আদালত ভবন, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ।

অপর দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহবায়ক গোতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম ‘আদিবাসি ফোরাম’র নেতা প্রকৃত রঞ্জন চাকমা।

রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আদালতে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জজ মো. কাওসার, রাঙামাটি যুগ্ম জেলা জজ আজিজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামস উদ্দীন খালেদ, রাঙামাটি আইনজিবী সমিতির সভাপতি প্রতিম রায় পাম্পু প্রমূখ।

Exit mobile version