parbattanews

রাঙামাটিতে যুবদলের দু’পক্ষের মারামারিতে প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি:

পদ-পদবী নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাঙামাটিতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক মারমারির ঘটনা ঘটলে অন্তত তিনজন আহত হয়।

রবিবার (৪ অক্টোবর) দুপুরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. শাকিল (২৫), মো. বাবলু (৩০) এবং শাকিলের ছোট ভাই মো. শামীম (২১)। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দলীয় সুত্রে জানা যায়, রবিবার (০৪ অক্টোবর) দুপুরের দিকে বিএনপি’র জেলা কার্যালয়ে যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি চলছিল। কিন্তু ব্যানার পদ-পদবী লেখা নিয়ে নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্ক-বির্তকের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়, এক পর্যায়ে একে অপরকে লাঠি দিয়ে বেদম প্রহার করলে যুবদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য নেতারা তাদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান। এ সময় দলীয় কার্যালয়ের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দলের অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা চেষ্টা করেও তাদেরকে থামানো যায়নি।

আহত মো. বাবলু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪নং ওয়ার্ডের যুবদলের সদস্যরা ব্যানার করায় সাধারণ সম্পাদকের সাথে তর্ক-বির্তক শুরু হয়। এ সময় এক পর্যায়ে প্রতিপক্ষরা তাদের উপর অতর্কিত  হামলা চালায়। যারা এ হামলা চালিয়েছে তাদেরকে দল থেকে বহিস্কার করার দাবি জানান তিনি।

এ ঘটনায় রাঙ্গামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য এ ঘটনা ঘটেছে। এটা আমরা সমাধান করার চেষ্টা করবো।

তিনি আরও জানান, আজ যুবদলে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এ ঘটনার কারণে তা বাতিল করা হয়েছে।

কতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক লিমন বোস জানান, যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী নিয়ে মারমারির ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

Exit mobile version