parbattanews

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে জেএসএস’র চাঁদাবাজ আটক

ইন্দ্রবান তঞ্চঙ্গা

রাঙামাটির রাজস্থলী উপজেলায় যৌথবাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (পিসিজেএসএস) চিহ্নিত চাঁদাবাজ ইন্দ্রবান তঞ্চঙ্গ্যা ওরফে অর্জুনকে (২৯) আটক করেছে।

সম্প্রতি ওই উপজেলার ঘিলামুখ আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ঘিলামুখ আমতলী এলাকায় অভিযানে নামে। অভিযানে ওই এলাকার ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে তল্লাসি চালিয়ে পিসিজেএসএস’র চাঁদাবাজ অর্জুনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয় বলে সূত্রটি জানায়। আটক অর্জুন ওই এলাকার মৃত বালাধন তঞ্চঙ্গ্যার ছেলে।

অভিযানে অংশ নেওয়া রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ জানান, আটক জেএসএস চাঁদাবাজকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। কেননা চন্দ্রঘোনা থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রয়েছে। মামলা নং-০২। তারিখ- ২৯ জানুয়ারী ২০১৯ খ্রি:।

Exit mobile version