parbattanews

রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ কাঠসহ আটক-৬

snapshot_001

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ ৬জনকে আটক করেছে সদর যৌথবাহিনীর সদস্যরা । মঙ্গলবার ভোরের রাঙামাটির মানিকছড়ি মুখ এলাকার বিলাইছড়ি পাড়ার থেকে এসব আটক করা হয়।

রাঙামাটি যৌথবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকার বিলাইছড়ি পাড়ায় অবৈধভাবে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যদের একটি দল প্রায় ২০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ আটক করে। এসময় আটক করা হয় ৬ পাচারকারীকে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

অভিযানের সময় কাঠ বোঝাই ৪টি বোট, একটি ট্রাক (নং-চট্টমেট্রো-ট-১১৩০৮০), একটি মোটরসাইকেল (নং-চট্টমেট্রো-এইচ,এ-১২-৫৯৮৫)সহ প্রায় দু’হাজার ঘনফুট কাঠ আটক করা হয়। কাঠগুলো আটকের পর রাঙামাটি সদর রেঞ্জের কর্মকর্তাদের খবর দিলে রেঞ্জ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ গুলোকে সিজ করে।

এ সময় রাঙামাটি সদর রেঞ্জার এসিএফ আনোয়ার হোসেন, রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ফরেস্টার নয়ন মিস্ত্রি, ফরেস্টার ইয়াকুব আলীসহ অন্যান্য ফরেস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Exit mobile version