parbattanews

রাঙামাটিতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান

রাঙামাটিতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জেলা শহরের তবলছড়ি এবং বনরূপা এলাকার বিভিন্ন শপিংমল, মুদির দোকান এবং হাটবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বনরূপা এলাকার দু’টি মুদি দোকানীকে দ্রব্যর অতিরিক্ত মূল্য ধার্য করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনহাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং প্রশাসনের কর্মচারীরা অংশ নেন।

Exit mobile version