parbattanews

রাঙামাটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাঙামাটি স্বাস্থ্য বিভাগ পিসিআর ল্যাব ও এন্টিজেন ব্যবহার করে ১২০জন নমুনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৩৫জনের পজেটিভ এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ২৯.১৭ শতাংশ।

সোমবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৫৯ জন এবং এন্টিজেন পরীক্ষা করেছেন ৬১জন। মোট ১২০জনের মধ্যে রাঙামাটি সদরে ১৪জন, কাপ্তাই উপজেলায় ১৩জন, বিলাইছড়িতে ২জন, জুরাছড়িতে ২জন, রাজস্থলীতে ২জন, নানিয়ারচর ১জন এবং লংগদু উপজেলায় ১জনের পজেটিভ আসে।

রাঙামাটিতে এপর্যন্ত ২৭,২২৮জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২২,৮৭৬ জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৩৫২জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৯১,০৯০ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ২,৯৯,৪৯৯জন। বুষ্টার ডোজ নিয়েছেন ৬৭৭জন।

Exit mobile version