parbattanews

রাঙামাটিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিন, জেলা রোবার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবসার, জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেন। কিন্তু শত্রুরা বাংলাদেশের স্বাধিনতাকে বাধাগ্রস্ত করতে পারেনি। বাঙালি বীরদের কাছে পরাজীত হয়েছিল পাকিস্তানী হানাদার বাহিনীরা। বাংলার লাল-সবুজের পতাকা সেদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল।

আলোচনা সভা শেষে,শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সভা শুরুতে ১৪ ডিসেম্বর শহিদ হওয়া সকল শহিদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Exit mobile version