parbattanews

রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

78

রাঙামাটি প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দেক হোসেন কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনান্ড পিন্টু, রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন, সাবেক প্রেসক্লাব সভাপতি সুনিল কান্তি দে এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার বাবুল প্রমূখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং যারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ হয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে স্কুল, কলেজের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদের সঠিক ইতিহাস জানার দরকার। শিক্ষার্থীদেরকে যেন কোন বিকৃত ইতিহাস তোলে না দেওয়া হয় শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

এ সময় আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version