parbattanews

রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এসময় বক্তারা বলেন, পাকিস্তানিরা পরাজয় নিশ্চিত জেনে এদেশের জামায়াত, রাজাকার, আলবদর, আল শামসদের সহযোগিতায় এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তারা এগুলো করেছিলো এ দেশটা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বঙ্গবন্ধু ধ্বংস হওয়া দেশটাকে মাত্র সাড়ে তিন বছরে স্বল্প আয়ের দেশে পরিণত করেছে।

তার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশটাকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা সভায় অংশ নেন।

Exit mobile version