parbattanews

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ২০ দলের ৭২ ঘণ্টার হরতাল পালিত

হরতাল

স্টাফ রিপোর্টার :

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতেও পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। টানা তিন দিন ধরে হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করেছে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার শহরের কলেজ গেইট এলাকায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তবলছড়ি এলাকায় পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাকিল, রিজাব বাজার এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক মো. জসিম উদ্দিন, শহরের পৌরসভা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও মানকিছড়ি এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম তালুকদারসহ স্থানীয় বিএনপির নেতাকমীরা পিকেটিং করেছে বলে জানা গেছে।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে তিন দিন ধরে কোন যানবাহন চলাচল করতে দেয় নি জেলা বিএনপির নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল খুবই কম। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।

হরতাল চলাকালে রাঙামাটি জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি।

Exit mobile version