parbattanews

রাঙামাটিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

রাঙামাটিতে জাতীয় দ্বাদশ সংসদীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। রোববার (০৭ জানুয়ারি) সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

এদিকে সকাল ৯টায় জেলা শহরের পিডিবি রেস্ট হাউজে ভোট দেন ২৯৯ আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। এছাড়াও অন্যান্য প্রার্থীরা নিজেদের স্ব-স্ব এলাকায় ভোট প্রদান করেছে।

রাঙামাটির পুরো জেলায় ২১৩ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ১২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার,দুই হাজার ২৪২ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন।

জেলার এইবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৩ টি। এরমধ্যে রয়েছে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্র।

নির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার লক্ষ্যে ২৪ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৬প্লাটুন, র‍্যাব ১ প্লাটুন এবং প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত আনসার সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।

রাঙামাটি জেলার ২৯৯ একটি আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে এবং তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৮ জন।

Exit mobile version