parbattanews

রাঙামাটিতে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ আটক ৬

pic 20.02

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ৬জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, মো. হারুন অর রশিদ (৩০), মো. ইউছুপ বিন সিরাজ (৩০), মো. মঞ্জুরুল আলম (১৮), মো. মোস্তফা কামাল (১৯) মো. সাখাওয়াত হোসেন (১৬) এবং মো. ইরফানুল হক (১৭)।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডিসি বাংলো পার্ক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিছু জিহাদী বইসহ তাদের আটক করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ জানান, নাশকতার পরিকল্পনার সাথে জড়িত অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে তদন্ত চলছে, পরে মামলা দেওয়া হবে বলেও তিনি জানান।

Exit mobile version