parbattanews

রাঙামাটিতে ‘শিল্পের শহর’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটিতে ‘শিল্পের শহর’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায়  জেলা প্রশাসন প্রাঙ্গন শহীদ আব্দুল আলী মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ’র সভাপতিত্বে এসময় রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আফসার উপস্থিত ছিলেন।

শিল্পের শহর কর্মসূচি ভাবনা ও পরিকল্পনাকারী হলেন লিয়কত আলী লাকী।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন- সৌন্দর্যের রূপ প্রকাশিত হয় শিল্পের মধ্যে দিয়ে। শিল্প তার আপন মাধুর্যে ফুটিয়ে তোলে রূপ লাবণ্য।

বৃষকেতু চাকমা আরও বলেন- রাঙামাটি পার্বত্য জেলাটি প্রাকৃতিক সৌন্দের্যের লীলা ভূমি। একটি সুন্দর মন দিয়ে চিন্তা করলে এ শহরটাকে সাজিয়ে তোলা যায়। আর এ সাজার মধ্যে দিয়ে শহর পাবে শিল্পের রূপ।

Exit mobile version