parbattanews

রাঙামাটিতে শুভ মহালয়া উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা

শুভ মহালয়া উপলক্ষ্যে রাঙামাটিতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনে নৃত্য-সুর কলি একাডেমি সংগঠনের উদ্যোগে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

গান, নাচ, কবিতা আবৃত্তি এবং ঢাকের কাঠির সুরে শিল্পীরা অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন এবং উপস্থিত দর্শক তা সাড়ম্বরে উপভোগ করেন।

এসময় রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, নৃত্য-সুর কলি একাডেমি’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রণব কুমরা ত্রিপুরা এবং ব্যাংকার প্রহেলিকা ত্রিপুরাসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পীরা উপস্থিত ছিলেন।

শুভ মহালয়ার মধ্যে দিয়ে দুর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠলো। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় শুরু হলো দেবীপক্ষ। চন্ডিপাঠের মধ্যদিয়ে আবাহন জানানো হলো দুর্গতিনাশিনীকে। পহেলা অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুর হবে।

Exit mobile version