parbattanews

রাঙামাটিতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙামাটি সদর উপজেলা ভূমি কর্মকর্তা মাছুমা বেগম এবং রাঙামাটি ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙামাটি সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান।

খেলায় জেলা সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প এবং বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সুস্থ জাতি গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এ খেলার মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বের করে আনা। যারা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায়  অংশ নিয়ে বাংলাদেশের সুনাম তুলে ধরবে। শেষে আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version