parbattanews

রাঙামাটিতে সেলিম স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের সমাপনী

রাঙামাটিতে সেলিম স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের সমাপনী হয়েছে। শনিবার (০৭ফেব্রুয়ারি) ফ্রেন্ডন্স ক্লাব লিমিটেড এর আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সদস্য দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি রিজিয়নের ব্রিগেড কমান্ডার মোহাম্মদ ইফতেকুর রহমান (পিএসসি), রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ডিজিএফআই এর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল ইমরান ইবনে-এ রউফ, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম (পিএসসি), এনএসআই রাঙামাটি অঞ্চলের যুগ্ম পরিচালক মো. রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মারুফ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর বলেন, ফ্রেন্ডন্স ক্লাবের সদস্য সেলিম চৌধুরীর নামে বৃত্তি চালু করা হবে। তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না তিনি প্রবাসে থাকা সময়ে পুরো রাঙামাটি বহন করতেন।

এমপি আরও বলেন, সেলিম চৌধুরী বাঘাইছড়ি উপজেলার আমতলী এলাকায় স্কুলের জন্য একটি জায়গা দিয়েছেন। তাই আমি নিজ দায়িত্বে ওই জায়গায় স্কুল নির্মাণ করার সময় ওনার মায়ের নামে স্কুলটির নামকরণ করা হবে। সেলিম ওই এলাকায় মসজিদের জন্যও জায়গা দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তৃতা করেন, রাঙামাটি চেম্বার অব কমান্ড এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি সুনীল কান্তি দে।

আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মাঝে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

টুর্নামেন্টে অনুর্ধ্ব ২৫ দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছেন, শামীম ও নোমান এবং রানারআপ হয়েছেন, মারুফ ও সানি। অনুর্ধ্ব ২৫ একক চ্যাম্পয়ন হয়েছেন মারুফ এবং রানারআপ হয়েছেন, শামীম। অনুর্ধ্ব ৪০ দ্বৈত বিভাগে ডা. ক্যাটি ও পলাশ চ্যম্পিয়ন হয়েছে। রার্নারআপ হয়েছেন, ডা. জাবির ও আবু। অনুর্ধ্ব ৪০ একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, পলাশ ও রানারআপ হয়েছেন প্রীতি শংকর। উন্মুক্ত দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জেমস ও ডানিয়েল এবং রানারআপ হয়েছেন কল্যাণ ও প্রজেশ। উন্মুক্ত একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রেংজোস এবং রানারআপ হয়েছেন রুমা মাহমুদ।

Exit mobile version