parbattanews

রাঙামাটিতে স্বাস্থ্যবিধি না মানায় সিএনজি চালককে জরিমানা

রাঙামাটিতে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অটোরিক্সায় (সিএনজি) করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। রোববার (৩০ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা মুস্তারী বলেন, জেলা ম্যাজিস্ট্রের নির্দেশে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফিসারীঘাট, তবলছড়ি, রিজার্ভবাজার এবং ভেদভেদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী উঠানোর দায়ে মামলায় দু’টি সিএনজিকে চারশো টাকা জরিমানা করা হয় এবং মাস্ক এবং হেলমেট না পড়ার দায়ে মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে আটশো টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এবং সচেতনতামূলক অংশ হিসেবে লাল পতাকা দ্বারা বাড়ি চিহ্নিত করা হয়।

Exit mobile version