parbattanews

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২৮

images স

স্টাফ রিপোর্টার, রাঙামাটি :

রাঙামাটি মানিকছড়ি এলাকায় মাত্র একদিনের ব্যাবধানে আবারও পাহাড়িকা নামক যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরো ২৮ জন যাত্রী। নিহতের নাম- সাজেদা আক্তার (২২)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

এর আগে গত ২৯ মে বৃহষ্পতিবার রাতে (চট্টগ্রাম-রাঙামাটি) পাহাড়িকা নামক যাত্রীবাহী বাস রাঙামাটির সাপছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় মো. আলাল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়। আহত হয় আরো ৩০ যাত্রী। রাঙামাটির মানিকছড়ি পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এস আই জাকির হোসেন জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখে মানিকছড়ি এলাকায় পাহাড়িকা পরিবহন নং (চট্টমেট্রো-ব-১৪০১০৩) একটি যাত্রীবাহী বাস পাহাড়ের চুড়ায় উঠতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার মাঝখানে উল্টে যায়। এ সময় বাসের ভিতর থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাজেদা আক্তার নামে এক নারীর।

জানা গেছে পাহাড়িকা নামক বাসটি সিলেটের ধর্মপাশা থেকে রাঙামাটি আসছিল। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় রাঙামাটির সেনাবাহিনী ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা। দুর্ঘটনায় কবলিত যাত্রীদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত সাজেদাকে রাঙামাটি মর্গে নিয়ে আসা হয়। বাস দুর্ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সেনা সদস্যরা রেকার দিয়ে বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে রাঙামাটি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version