parbattanews

রাঙামাটিতে হিপ্নোটিস্ট ব্যান্ড দলের আত্নপ্রকাশ

নতুন ব্যান্ড দল হিসাবে আত্মপ্রকাশ করলো হিপ্নোটিস্ট (Hypnotist) ব্যান্ড। রাঙামাটিতে পাশ্চাত্য সঙ্গীত প্রশিক্ষণের অন্যতম প্রতিষ্ঠান ‘বিগএইচ মিউজিক স্কুল’ এর শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই ব্যান্ডটি গঠিত হয়েছে।

ব্যান্ডটির প্রধান উপদেষ্টা হিসাবে আছেন বিগএইচ মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক হিমাদ্রি বাহাদুর গুর্খা।

এছাড়া ভোকাল ও অক্টোপ্যাডে প্রিতম, বেইজ গিটারে সিমন, লিড গিটারে জুনান, পারকিউসানে অয়ন ও কীবোর্ডিস্ট এর দায়িত্ব পালন করবেন অন্তর।

ব্যান্ডটির প্রধান উপদেষ্টা হিমাদ্রী বাহাদুর গুর্খা বলেন, ”আমাদের ব্যান্ড পাশ্চাত্য সঙ্গীতের চর্চাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করছি। রাঙামাটিসহ পুরো দেশবাসীকে ভালো কিছু গান উপহার দিতে চাই আমরা৷”

এদিকে ব্যান্ডের আত্মপ্রকাশে শুভেচ্ছা জানিয়েছেন সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়েরর কর্ণধার মনোজ বাহাদুর গুর্খা, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান, ইউটিউব সেলিব্রেটি খ্যাত মাহতিম সাকিব, ঘুড্ডি ব্যান্ডের কর্ণধার, সুরকার ও কম্পোজার এবং কালারস এফ.এম এর সাউন্ড ইঞ্জিনিয়ার শরীফ সুমনসহ অন্যান্যরা৷

Exit mobile version