parbattanews

রাঙামাটিতে ১৬ সদস্য’র ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন

করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধ, আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা ও করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন-কাফন দ্রুত নিশ্চিত করণে ১৬সদস্য’র ইমার্জেন্সি রেন্সপন্স টিম গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (০৬এপ্রিল) রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত জেলা প্রশাসনের অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

ইমার্জেন্সি রেন্সপন্স টিমে যারা স্বেচ্ছাসেবক হয়ে এ মহতি দায়িত্ব পালন করবেন তারা হলেন- কাউন্সিলর মিজানুর রহমান বাবু, মো. ফজলুর করিম, আবু বক্কর লিটন, এন কে এম মুন্না তালুকদার, মাসুদ রানা রুবেল, মো. নাহিম, ইমতিয়াজ ইমন, ইসমাইল হোসেন রানা, আছহাব উদ্দিন নয়ন, মো. সাখাওয়াত হোসেন, মো. তারেক, মো. করিম, ইমরানুল হাসান জাহেদ, মো. রিয়াদ, মো. আজাদ এবং মো. হাবিব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মহামারী করোনা মোকাবিলায় যেকোন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক মনোনিত ইমার্জেন্সি রেন্সপন্স টিমটি কাজ করে যাবে।

Exit mobile version