রাঙামাটিতে ২০-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা

fec-image

রাঙামাটিতে আগামী ২০-২১ নভেম্বর দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হতে যাচ্ছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়-২০২০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য এলাকার ন্যায় জেলা প্রশাসন আগামী ২০-২১ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা শহীদ এমএ আব্দুল আলী মঞ্চে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা করবে।

আরও জানানো হয়-মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তাছাড়া উদ্ভাবনী আইডিয়া নিয়ে ২০ নভেম্বর দুপুর আড়াইটায় আয়োজন করা হবে উদ্ভাবনী অলিম্পিয়াড।

এছাড়াও ডিজিটাল উদ্ভোবনী মেলা উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা আগামী ৩০ নভেম্বর রাত ৮টা থেকে ৯টার মধ্যে যেকোন ২০মিনিট innovationquiza2i.gov.bd এই ওয়েবসাইটে অনলাইনে অনুষ্ঠিত হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুর ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ১৬-১৭ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিজিটাল উদ্ভাবনী মেলা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন