parbattanews

রাঙামাটিতে ৩ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

Bisic Mela Pic- 03-03-16-01

স্টাফ রিপোর্টার:

পাহাড়ের বৈচিত্র্যময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারু শিল্প নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও শিল্প সহায়ক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, বিসিকের এজিএম মিহির কান্তি মল্লিক, শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান, রাঙামাটি চেম্বর অব কমার্সের সভাপতি মাহাবুবুল আলম, বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী দীপক খীসাসহ বিসিকের উদ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মেলায় স্থান পেয়েছে পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোমল তাঁতের তৈরি ঐতিহ্যবাহী পোশাক-পিনোন খাদি চাঁদর, ধুতি, গামছা, বর্গী, মাথায় পরার জন্য খবং। হস্ত শিল্পের বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, স্কুলব্যাগ, হুক্কা, ডুলা, ফুলের ঝুড়ি, পানবাটাসহ বিভিন্নপণ্য। তাছাড়া গার্মেন্টস সামগ্রী নিয়েও মোট ৩০টি স্টল রযেছে । মেলা চলবে আগামী শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Exit mobile version