parbattanews

রাঙামাটিতে ৫ দফা দাবি বাস্তবায়নে সড়কে নামলেন সেবিকারা

বুধবার (৩১মে) দুপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের নেতৃবৃন্দরা রাঙামাটি সদর হাসপাতালের সামনে সড়কে দাড়িয়ে আন্দোলন করেন।

আন্দেলনরত নার্সেস নেতবৃন্দরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি কোর্স এর সমমান প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল, গ্রাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস অনতিবিলম্বে চালু, সরকারি চাকুরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা অনতিবিলম্বে চালু, সরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট সমূহে সকল প্রকার সংযুক্তি, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, নিজ বেতনের আদেশ বাতিলপূর্বক উক্ত স্থানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং ডেমোনেস্ট্রোটর এবং নার্সিং ইন্সট্রাক্টর পদ সমূহে অবিলম্বে নিয়োগ, নাীতমালা অনুসরণ না করেও যে সমস্ত নার্সিং ইন্সটিটিউট গড়ে উঠেছে সেই সকল প্রতিষ্ঠান বাতিলের দাবি জানান।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাঙামাটি জেলার সভাপতি সাজিদ আহামদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি রিয়া দে, তিশা বড়ুয়া, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম দুলাল, মিথিলা খাস্তগীর, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীনসহ সংগঠনটির নেতৃবৃন্দরা।

Exit mobile version