parbattanews

রাঙামাটিতে ৭টি ঈদগাহে জামাত অনুষ্ঠিত

রাঙামাটিতে সাতটি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলার পাঁচশো মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় জেলা শহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বনরূপা আদালত ভবন প্রাঙ্গণ ঈদগাহে। এতে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মৌলবি আরশাদুল ইসলাম। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন, জেলার প্রবীণ আলেম ফিসারী জামে মসজিদের খতিব মৌলবি আব্দুল জ্বলিল সরকার। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রতি বজায় থাকতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজে অংশ নেন, ধর্মপ্রাণ হাজারো মুসলমান। নামাজের পরপরই মুসলমানগণ এক অপরের সাথে শুভেচ্ছা বিনিময় এবং কবর জিয়ারতসহ ধর্মীয় আনুষ্ঠানিক কাজে অংশ নেন।

Exit mobile version