parbattanews

রাঙামাটির কেপিএমকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে- আমু

19b8a-Pic-25-12-14-1
স্টাফ রিপোর্টার :

রাঙামাটির চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সব রকম সহায়তা দেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, কাগজ উৎপাদনে মিল কর্তৃপক্ষকে আরো বেশী উদযোগ নিতে হবে। তিনি তিন পার্বত্য জেলায় মিলের কাঁচামাল উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে আগামী ১ সপ্তাহের মধ্যে পরিকল্পনা দাখিলের জন্য মিল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকালে রাঙামাটির চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে গিয়ে মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

এ সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোসাাব্বেরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কর্ণফুলী পেপার মিলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাগজের উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

Exit mobile version