parbattanews

রাঙামাটির ছয় খুনের আসামী ইউপিডিএফ’র নেতা আনন্দ প্রকাশ চাকমা কারাগারে

নিউজ ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে গ্রেফতার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ নেতা হত্যা মামলার আসামি আনন্দ প্রকাশ চাকমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে বিচারক আবু সাঈদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর স্টাফ কলোনি থেকে তার মেয়ের বাসায় থাকাকালীন তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা করা হয়। এক দিন পর শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে খালিয়াজুড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা। এসব ঘটনার পরিকল্পনাকারী আনন্দ প্রকাশ চাকমা। তিনি আরও ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।

Exit mobile version