parbattanews

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কাপ্তাই ৪১ বিজিবির অধিনস্থ দুমদুমিয়া এলাকায় এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এসময় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি স্থানীয় হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দুর্গম পাহাড়ি এলাকার গরীব ও দুস্থ পরিবারের মাঝে এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version