parbattanews

রাঙামাটির দূর্গতদের হাতে ইফতারে অর্থ তুলে দিলো খাগড়াছড়ি সেনা রিজিয়ন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

রাঙামাটিতে পাহাড় ধ্বসে হতাহতসহ দূর্গতদের হাতে ইফতার মাহফিলের অর্থ তুলে দিলো খাগড়াছড়ি সেনা রিজিয়ন। রবিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর মো. রফিকুল ইসলাম রাঙামাটির প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের হাতে এক লাখ ৪০ হাজার টাকা তুলে দেন।

২০ জুন খাগড়াছড়ি রিজিয়নের ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। পার্বত্যাঞ্চলসহ বিভিন্ন জেলায় পাহাড় ধ্বসে ৫ সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের প্রাণহানি ও দূর্গত এলাকার জনগণের পাশে দাঁড়াতে পূর্বনির্ধারিত ইফতার ও দোয়া মাহফিল বাতিল করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। রোববার খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ জুন খাগড়াছড়ি রিজিয়নের ইফতার অনুষ্ঠান বাতিল ঘোষণা করে এ মুর্হুতে দূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো অধিক যুক্তিযুক্ত বলে উল্লেখ করেন।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম জানান, ইফতার ও মাহফিলে অর্থ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমানের সিদ্ধান্ত মতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছে।

একই কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের পূর্বঘোষিত ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচি বাতিল করেন।

Exit mobile version