parbattanews

রাঙামাটির বরকলে ধর্ষণের অভিযোগে মামলা

ধর্ষণ

স্টাফ রিপোর্টার:
রাঙামাটির বরকল উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ধর্ষিতা নারী। এব্যাপারে বরকল উপজেলা থানার এসআই মোঃ হাসান আহম্মেদ জানায়, শুক্রবার ধর্ষিতা থানায় এসে স্থানীয় বাসিন্দা মো. আলতাফ হোসেনের ছেলে মোঃ রুবেল (২২) বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনে। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ধর্ষিতা নারীকে ডাক্তারী পরীক্ষা করার জন্য রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ধর্ষিতা নারী অভিযোগ করে বলেন, গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে একই গ্রামের মোঃ রুবেল (২২) দরজা খুলে ঘরে ডুকে জোরপূর্বক এই গৃহবধূকে ধর্ষণ করে। সকালে ঘটনাটি জানাজানি হলে প্রাথমিকভাবে মিমাংসার চেষ্টা করে এলাকাবাসী। তবে ধর্ষিতার স্বামী দেশের বাড়ি না থাকায় কোন মিমাংসা করা হয়নি। এ সুযোগে ধর্ষক অভিযুক্ত রুবেল এলাকা থেকে পালিয়ে যায়।

স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে ধর্ষিতা নারী নিজেই থানায় এসে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণী) ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা করে। বর্তমানে আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

রাঙামাটির সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ইউনিয়নে ধর্ষিতা বিচারের দ্বারস্থ হয়েছেন। ধর্ষণ মামলার বিচার করার ক্ষমতা ইউনিয়ন পরিষদের না থাকায় তিনি ধর্ষিতাকে থানায় মামলা করার জন্য বলেন।

 

Exit mobile version